THE FOUNDER

founder
মোঃ রফিকুল ইসলাম, পিতা: মোঃ উমেদ আলী ভূঞা, মাতা মোছাঃ আজেদা খাতুন এর চতুর্থ সন্তান। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার তালজঙ্গা ইউনিয়নের আকুবপুর গ্রামে ১৯৫৮ সালের ১লা জানুয়ারী জন্মগ্রহণ করেন। তিনি তালজঙ্গা রাজেন্দ্র চন্দ্র রায় উচ্চ বিদ‌্যালয় থেকে মাধ‌্যমিক ও কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল মহাবিদ‌্যালয় থেকে উচ্চ মাধ‌্যমিক পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র (১৯৭৬-১৯৮১) ছিলেন। তিনি এই হলের ছাত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মানসহ মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। প্রাতিষ্ঠানিক অধ‌্যয়ন শেষে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। দেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, বিচারব‌্যবস্থা, শিক্ষা ব‌্যবস্থা ইত‌্যাদি বিষয়ে তার বিশেষ আগ্রহ লক্ষনীয় ছিল। সরকারী দায়িত্বের মাঝে নিমগ্ন থেকে তিনি এত বিষয়ে পড়াশুনা ও লেখালেখি করে গেছেন। তার লেখা দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, (১) বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনের খন্ড চিত্র, (২) সংবিধান সংশোধন ও অন‌্যান‌্য প্রসঙ্গ। তিনি অত‌্যন্ত শিক্ষানুরাগী ব‌্যক্তি ছিলেন। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গুলো মধ‌্যে, (১) আকুবপুর সরকারী প্রাথমিক বিদ‌্যালয়, (২) উমেদ আলী ভূঁঞা উচ্চ বিদ‌্যালয়, ইআইআইএন: ১৩৬৫৪৩, তাড়াইল, কিশোরগঞ্জ,  (৩) রফিকুল ইসলাম কলেজ, ইআইআইএন: ১৩৬৯০৪ , নীলগঞ্জ, কিশোরগঞ্জ (৪) রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ, ইআইআইএন নং: ১৩৭০৭৫, মাতুয়াইল, ডেমরা, ঢাকা। (৫) আজেদা খাতুন শিক্ষা ট্রাষ্ট (এই ট্রাস্ট এর মাধ‌্যমে গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার জন‌্য আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন। তার প্রতিষ্ঠত প্রতিষ্ঠাগুলোর সুষ্ঠভাবে পরিচালনা করার জন‌্য ’মোহাম্মদ রফিকুল ইসলাম ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট গ্রহণ করেন যার রেজি: নং এস১৩১২৬। তার প্রতিষ্ঠান পরিচালনার মূল বক্তব‌্য ’আলোকিত মানুষ গড়াই আমাদের লক্ষ‌্য’ । তিনি ব‌্যক্তি জীবনে দুই কন‌্যা ও একপুত্র সন্তানের জনক। তিনি ৭ই ডিসেম্বর ২০১৭ সালের হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃতু‌্যবরণ করেন। তার মৃতু‌্যর পর তার সুযোগ‌্য কন‌্যা জনাব অনিন্দিতা ইসলাম ‘রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ’ এর চেয়ারম‌্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিবছর তার প্রতিষ্ঠানের সেরা একজন শিক্ষার্থীকে Chairman Award প্রদান করা হয়।